ঢাকা, ২৬ অক্টোবর রোববার, ২০২৫ || ১০ কার্তিক ১৪৩২
good-food
৯২৫

 ৮৭ উপজেলায় আ’লীগের প্রার্থী ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩০ ৯ ফেব্রুয়ারি ২০১৯  

 প্রথম দফায় দেশের ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি নিজ নিজ এলাকায় গিয়ে চেয়ারম্যানদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও ভাইস-চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮৭ প্রার্থীর নাম জানানো হয়।

প্রথম ধাপের নির্বাচনে ৮৭টি উপজেলায় আগামী ১০ মার্চ ভোটের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন এবার পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির খসড়া অনুযায়ী ১৮, ২৪, ৩১ মার্চ ও ১৮ জুন বাকি চার ধাপে উপজেলা নির্বাচনের ভোট হবে।